নিজেস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এক বসত বাড়ীতে অগ্নিকান্ডে পুড়ে ছাঁই হয়ে গেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনায় ঘরে থাকা সকল আসবাপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সব কিছুই পুড়ে ছাঁই হয়ে যায়।
(১২জুন) শনিবার সকাল অনুমান সাড়ে ৯টায় সিরাজুল ইসলামের বসতঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগাই ডাক চিৎকারের আওয়াজ পেয়ে এলাকাবাসী ছুটে আসলে আগুন নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়।পরে এলাকারবাসী ত্রিশাল ফায়ার সার্ভিসকে জানালে তাদের দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও আগুন লাগা বসতঘরের ০৩ রুমের সবকিছু পুড়ে যায়।
পরে আহত সিরাজুল ইসলামের পুত্রবধূ পারভীন আক্তার জানান, আমি রান্নাঘরে রান্না করতে গিয়ে গ্যাসের চুলার চাবি অন করতেই আগুনের লেলিহান শিখা ঘরে সিলিংয়ে উঠে যায়। ঘরে থাকা আমার দু’বছরের শিশু সন্তান সাজিদ( ০২)কে উদ্ধার করতে গেলে আগুনের ফুলকা ছিটে আসলে আমি আহত হই। এ অগ্নিকান্ডে প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন সিরাজুল ইসলাম।
ত্রিশাল ফায়ার স্টেশন অফিসার মুনিম সারোয়ার বলেন, আমরা ফোন পাওয়ার সাথে সাথেই সেখানে যাই,এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। বিদ্যুতের শটসার্কিট অথবা গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে এমনটাই ভাবে ধারনা করা হচ্ছে।