ব্রাজিলে কোপা আয়োজনে আর কোনো বাধা নেই

খেলার খবরঃ কোপা আমেরিকা আয়োজনে আর কোনো বাধা রইল না ব্রাজিলে । দেশটির সর্বোচ্চ আদালতের রায় কোপা আয়োজনের পক্ষে। করোনা মহামারিতে  কোপা আমেরিকা আয়োজনে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে, এমনটাই অভিযোগ ছিল টুর্নামেন্টের বিরুদ্ধে। দেশটির প্রধান বিচারপতি লুইস ফাক্স জানান, তিনি ১১ সদস্যের আদালত বসিয়ে বিষয়টির শুনানি করেন।

ঐ ১১ জন বিচারকের মধ্যে বেশিরভাগই এ টুর্নামেন্ট আয়োজনের পক্ষে। তবে বিচারকরা ব্রাজিল সরকারকে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ।

করোনা মহামারিতে খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ ছিল। সাধারণ জনমনে তো ছিলই। আর এ  কারণেই আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। তবে খেলোয়াড়রা অসন্তুষ্ট হলেও শেষ পর্যন্ত মাঠে নামার ক্ষেত্রে সম্মতি দিয়েছেনব্রাজিল , গতকাল দলটির স্কোয়াডও ঘোষিত হয় কোপা আমেরিকার জন্য।

তবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি জাইর বলসোনেরো । তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, তার দেশ উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে দুমড়ে মুচড়ে দিয়েই টুর্নামেন্ট শুরু করবে।