আরিফ রববানী, ময়মনসিংহঃ ময়মনসিংহের সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে মেম্বার পদে দ্বিতীয় বারের মত মনোনয়ন পত্র জমা দিয়ে বৈধতা পেয়েছেন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম। প্রার্থী হিসাবে তিনি এলাকায় গণসংযোগ চালিয়ে করেছেন। প্রায় প্রতিদিনই ৬নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় ও হাটবাজারে গিয়ে সাধারণ মানুষের কাছে দোয়া চাইছেন।
তার নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে ৭ই নভেম্বর রবিবার স্থানীয় বিদ্যাগঞ্জ বাজারে আগত ওয়ার্ডের ভোটার ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেন। তাজুল ইসলাম এই প্রথম মেম্বার, যিনি সাধারণ মানুষের যেকোন সমস্যায় ব্যক্তিগত তহবিল থেকে হলেও সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। গণসংযোগ কালে তাজুল ইসলাম বলেন, ‘আমি প্রতিটি মুহুর্তে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, যে কারণে গত নির্বাচনে মেম্বার পদে গত নির্বাচনে ৬নং ওয়ার্ডের মানুষ আমাকে নির্বাচিত করেছিলো। বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম। ওই নির্বাচনে বিজয়ী হয়ে এখনোও পর্যন্ত সাধারন মানুষের সেবায় ওয়ার্ডের উন্নয়নে সর্বক্ষণ কাজ করেছি,যে কারণে ওয়ার্ডের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মাদকমুক্ত ৬নং ওয়ার্ড গড়ার লক্ষ্যে ও ওয়ার্ডের চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে আবারো ভোটারদের পরামর্শ ক্রমে প্রার্থী হয়ে আসন্ন ইউপি নির্বাচনে আবারো সকলের দারস্থ হচ্ছি । আবারও নির্বাচিত হলে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সেবা করে যাবো,বিশেষ করে যে সব এলাকায় ও গ্রামের উন্নয়ন কর্মকান্ড করার বাকী রয়েছে সেগুলোর উন্নয়নে কাজ করব। এসব উন্নয়নের মাধ্যমে ৬নং ওয়ার্ড কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।’