ত্রিশাল প্রতিদিন ডেস্কঃ: বাংলাদেশে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিএনপি ও সমমনা দলগুলো আগামী রোববার সকাল ছয়টা থেকে চতুর্থ দফায় আবারো ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে।বৃহস্পতিবার তৃতীয় দফায় ডাকা দুদিনের অবরোধের শেষ পর্যায়ে নতুন এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
“শেখ হাসিনার কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী শাসন থেকে মুক্তি ও পরিত্রান পেতে এক দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে,” এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলছিলেন তিনি।
দূর পাল্লার পরিবহন মালিকরা বলছেন, নানা ধরণের ‘নির্দেশনার কারণে’ যাত্রী কম থাকলেও বাধ্য হয়ে পরিবহন চালাতে হচ্ছে তাদের।
সকালে সায়েদাবাদ,মহাখালী,গুলিস্থান বাস টার্মিনালে গেলে পরিবহন মালিকদের সাথে কথা বলে এই তথ্য জানা যায়। তারা বলছেন, স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম যাত্রী থাকলেও বাস চলাচল চালু রাখার ‘নির্দেশনা’র কারণে গাড়ি ছাড়ছেন তারা। এসব পরিবহন দেশের জেলাগুলোতে যানবাহন চলাচল করে থাকে।
অন্য সময়ে ২০ মিনিট পর পর গাড়ি ছাড়লেও বর্তমানে এক ঘণ্টা ২০ মিনিট পর পর গাড়ি ছাড়ছে বলে জানান তিনি।