জাকারীয়া খালিদ:: বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বাংলাদেশ সরকার কাতার প্রবাসী আব্দুল আজিজ খানকে এবারও সি আই পি নির্বাচিত করা হয়েছে। এ বছর কাতার থেকে একমাত্র তিনিই সি আই পি নির্বাচিত হয়েছেন। এবার নিয়ে পঞ্চম বারের মত তিনি এই সম্মাননা পেলেন।
ওমানের মাস্কাটে অনুষ্ঠিত বিশেষ সংবর্ধণা অনুষ্ঠানে সি আই পি নির্বাচিত হওয়ায় আব্দুল আজিজ খানের হাতে সম্মাননা তুলে দেন ওমানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি সি.আই.পি অ্যাসোসিয়েশনের সভাপতি ও সদস্যবৃন্দ।
আব্দুল আজিজ খান কাতারে বাংলাদেশ কমিউনিটির একজন অত্যান্ত পরিচিত মূখ। কাতার প্রবাসী আব্দুল আজিজ খানের মালিকানাধীন এ.কে রিয়েল এস্টেট কোম্পানি কাতারের অন্যতম রিয়েল এস্টেট প্রতিষ্ঠান। আব্দুল আজিজ খান কাতার থেকে একমাত্র সি.আই.পি নির্বাচিত হওয়ায় কাতারে বাংলাদেশ কমিউনিটিতে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।
করোনা মহামারীতে কাতারের অনেক বড় বড় ব্যাবসায়ীরা যেখানে ব্যবসা পরিচালনা করতে হিমশিম খাচ্ছে সেখানে তিনি নিজের ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের অর্থনীতিতেও সমানভাবে অবদান রেখে গিয়েছেন। আর এর ফল স্বরুপ কাতার থেকে একমাত্র উনাকেই এই সম্মান প্রদান করা হয়েছে।
পঞ্চম বারের মতো সি.আই.পি নির্বাচিত করার জন্য তিনি প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, ভবিষ্যতেও যেন দেশের অর্থনীতিতে অবদান রেখে যেতে পারি সেজন্য আমি দেশবাসী সকলের নিকট দোয়া চাই।
ব্যাবসায়ী আব্দুল আজিজ খান পাবনা জেলার ইশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামের ব্যাবসায়ী আবুল হোসেন খানের ছোট সন্তান।