স্টাফ রিপোর্টারঃ খাইরুল আলম রফিক একজন সত্যনির্ভর সাহসি সাংবাদিক। তিনি ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার (সস্পাদক) থাকাকালিন তার উপর এস আই আক্রাম হোসেন ( ময়মনসিংহ ডিবি ) কর্তৃক গ্রেফতারের পর নির্যাতনের ফোটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসে। সারাদেশের সাংবাদিক সংগঠন গুলোর সাংবাদিকরা নির্যাতনে’র প্রতিবাদে মানববন্ধন করে ক্ষোভ প্রকাশ করে।তেমনি ময়মনসিংহে’র ত্রিশালে সাংবাদিক সংগঠন গুলো মানববন্ধন করে নির্যাতনকারীর ।
২৪ জানুয়ারী ( রবিবার ) ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।এ মানববন্ধনের আয়োজন করে ত্রিশাল রিপোর্টার্স ক্লাব, উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) ।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সভাপতি, কামাল হোসেন ( রিপোর্টার্স ক্লাব ), সাধারণ সম্পাদক ,ফকরুদ্দীন আহমেদ ( উপজেলা প্রেসক্লাব ) সহ-সভাপতি শেখ আরিফ রাব্বানী ( উপজেলা প্রেসক্লাব ),খ ম শফিকুল ইসলাম ( উপজেলা প্রেসক্লাব ),ফারুক হোসেন( উপজেলা প্রেসক্লাব ) , সাংগঠনিক আছাদুজ্জামান পাইলট( উপজেলা প্রেসক্লাব ),সভাপতি এনামুল হক ( অনলাইন প্রেসক্লাবের ),সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শামীম ( অনলাইন প্রেসক্লাবের ), (বসকো) সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সম্পাদক ও প্রকাশক শামীম আজাদ আনোয়ার ( সাপ্তাহিক ত্রিশাল বার্তা ) এবং নির্বাহী সম্পাদক জসিম উদ্দিন ( দৈনিক জাতীয় এই বাংলার ) প্রমুখ। তাছাড়াও বিভিন্ন সংগঠনে’র শতাধিক সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন,অন্যায় ভাবে সাহসি সাংবাদিক খাইরুল আলম রফিকে যেভাবে অত্যাচার হয়েছে সেটা চরম থেকে চরম অন্যায় । এই অন্যায়ে’র প্রতি আমরা তীব্র নিন্দা জানাই।