ফুলবাড়িয়ায় প্রিজাইডিং অফিসারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ইউ পি নির্বাচনে প্রিজাইডিং অফিসারের উপর হামলার প্রতিবাদে ১৫ই নবেম্বর (সোমবার )(বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন) ফুলবাড়ীয়া শাখার উদ্যোগে শিক্ষকরা মানববন্ধন করেছে।মানববন্ধন শেষে করে উপজেলা চেয়ারম্যান, ইউএনও ,অফিসার ইনচার্চ ফুলবাড়িয়া থানা, সংশিষ্ট রিটানিং কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।

জানা যায়,গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতীলেইট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণার পর  প্রিজাইডিং অফিসার মাহফুজুর হক কে গাড়ী থেকে নামিয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করে আহত করে ভোটকেন্দ্র থেকে কিছু দূরে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।এই ঘটনায় শিক্ষকদের মাঝে বিরুপ পতিক্রিয়ার সৃষ্টি হয়। মাহফুজুর হক উপজেলা পলাশতলী নেনজির পাড় বালিকা দাখিল মাদরাসার সুপার পদে কর্মরত আছেন।

সংগঠনের ফুলবাড়ীয়া শাখার সভাপতি এম.এ হান্নান সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এম.এ হান্নান সরকার,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পলাশতলী আমিরাবাদ প্রধান শিক্ষক সাইফুল ইসলামা কাজল,কালাদহ দাখিল মাদরাসার সুপার আ:মুন্নাফ কাহাল গাঁ দাখিল মাদরাসার সুপার আ:সালাম ,লক্ষীপুর দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার মো:নূরুল ইসলাম,সাবেক শিক্ষক মোখলেছুর রহামান প্রমুখ।