নিজস্ব প্রতিবেদকঃ ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের সামাজিক সংগঠন আলোর দিশারী যুব সংঘের উদ্দ্যগে মহান বিজয় দিবস উপলক্ষে একটি নাইট ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস পালনে এই সংগঠনটি দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছিল । ১৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু করেন। আলোচনা সভায় দোয়া ও সান্ধ্যকালিন ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের কর্মসূচী শেষ করেন।
বিজয় দিবসের আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি “আজাহারুল ইসলাম আজাহার”, সঞ্চালনা ছিলেন “রাশেদুল ইসলাম ছোট্ট” ও “আসফাক হাসান রিপন”,আলোচনা সভার উদ্বোধক ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ “রতন সরকার”, বিশেষ অতিথি হিসাবে ছিলেন সংরক্ষিত মহিলা মেম্বার “ফাতেমা খাতুন”, শিক্ষক “রেজাউল করিম বেলাল”, বিশিষ্ট ব্যবসায়ী “হাবিবুর রহমান”,সংগঠনের উপদেষ্টা “রাশেদুল ইসলাম রাশেদ”,কালির বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক “ওমর ফারুক”।
এছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠনেন সাধারণ সম্পাদক “এনামুল হক”,যুগ্ম সাধারন সম্পাদক “বাবুল মিয়া”,প্রচার সম্পাদক “জাহিদুল ইসলাম”,প্রকাশনা বিষয়ক সম্পাদক “নাহিদ সরকার”, উপ-প্রচার সম্পাদক “সুজন মিয়া”,আইন বিষয়ক সম্পাদক “এনামুল হক”,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক “আকিব রিয়াদ” প্রমুখ।
এ সামাজিক উন্নয়ন মূলক সংগঠনটি সামাজিক অবক্ষয় রোধে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে চলছেন। মাদক, সন্ত্রাস প্রতিরোধে থেকে শুরু করে অত্যান্ত সাহসিকতার সাথে সমাজ বিরোধী সকল কাজের মোকাবেলা করছেন। করোনা কালীন ত্রাণ বিতরণ করেই ক্ষান্ত নয় সমাজের অসহায় মানুষের সহায়তা করতে এ সংগঠন সবমসময় এগিয়ে যান। বাংলাদেশে আগামী প্রজন্মের সমাজ ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে এ ধরনের সংগঠনের খুবই প্রয়োজন।