নিজস্ব প্রতিবেদকঃঃ ময়মনসিংহে সদরের র্যাবের অভিযানে ৪ জনকে অস্ত্রসহ গ্রেফতার ।গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে শম্ভুগঞ্জের রঘুরামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল- মিজানুর রহমান (৪০), সবুজ মন্ডল (৩৪), মোঃ শামিম (২১) এবং মোঃ হানিফ (১৯)। কিশোর গ্যাংদের নিয়ন্ত্রণ ও নের্তৃত্ব প্রদানের মাধ্যমে অপরাধের অভিযোগ রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকাসহ ০১টি দেশীয় পাইপগান, ০১টি রিভলবার, ০২ রাউন্ড পিস্তলের গুলি, ০২ রাউন্ড শর্টগানের গুলি, ০২টি রামদা, ০১টি চা-পাতি, ০৪টি চাকু, ০২টি দা, ০১টি কুড়াল, ০১টি হাতুড়ি ও ০১টি করাত উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২২ শে জুন) র্যাব-১৪ এর মিডিয়া অফিসার হান্নানুল ইসলাম জানান, আসামীরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বিভক্ত হয়ে কিশোর গ্যাং-এর নেতৃত্ব দিয়ে ছিনতাই, চাঁদাবাজী এবং আধিপত্য বিস্তারের মাধ্যমে অবৈধ কাজ করে আসছিল। সোমবার গোপন সংবাদের ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।