ত্রিশালে ধলা ভবঘুরে সরকারি আশ্রয় কেন্দ্রে দুই বন্দির মৃত্যু

এইচ এম জোবায়ের হোসেন::  বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিল্লাল হোসেন নামে এক প্রতিবন্ধী বন্দি বমি করতে থাকলে আশ্রয় কেন্দ্রের কর্মকর্তারা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, মোহাম্মদ হোসেন নামে এক বন্দি বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শুক্রবার সকালে তারও মৃত্যু হয়েছে।

ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান বলেন, আশ্রয় কেন্দ্রে দু’জন বন্দির মৃত্যুর সংবাদ শুনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পারি।

আশ্রয় কেন্দ্রের অতিরিক্ত দায়িত্ব পালনকারী সহকারী পরিচালক মাহমুদুল হাছান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিল্লাল হঠাৎ অসুস্থ হয়ে বমি করতে থাকলে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকাল ১১টার দিকে মোহাম্মদ হোসেন নামে আরেক বন্দির মৃত্যু হয়। এ ব্যাপারে ত্রিশাল থানায় একটি জিডি হয়েছে।

ত্রিশালের ইউএনও আব্দুল্লাহ আল জাকির বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের পরিচয় না থাকায় আশ্রয় কেন্দ্রের ভেতরে দাফনের ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য বন্দিদের চিকিৎসা সেবা সহায়তা দিতে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ধলা সরকারি আশ্রয় কেন্দ্রটিতে নাম পরিচয়হীন দুই শতাধিক ভবঘুরে বন্দি রয়েছে।