ত্রিশালে শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা পেল ফারহানা

জোবায়ের হোসাইন:: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার (০৬ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা পেয়েছেন ফারহানা ইয়াসমিন।

পিএসসি, জেএসসি ও এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়ে পেলেন সম্মাননা। পৌরশহরের মধ্যবাজার এলাকার বাসিন্দা আলহাজ্ব মাওলানা নূরুল ইসলাম মাদানীর সর্বকনিষ্ঠ সন্তান ফারহানা ইয়াসমিন ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে আরও ৪৭ জন শিক্ষার্থী, একজন শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ ও একজন নারী ও পুরুষ শ্রেষ্ঠ স্কাউট শিক্ষকের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ ৪ প্রধান শিক্ষক, ৪ শিক্ষক ও ৪ শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা নির্বাহী অফিসার আবুজাফর রিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহনাজ পারভীন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিমুল হক তরফদার, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল প্রমূখ।