নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের” ত্রিশাল’ উপজেলার সাখুয়া’ ইউনিয়নের বাবুপুর যুব সমাজের উদ্যোগে’ রবিবার “(১৩ডিসেম্বর)” মিনি ‘ক্রিকেট ফাইনাল” টুর্নামেন্ট “অনুষ্ঠিত হয়েছে।
খেলা উদ্বোধন করেন, বিশিষ্ট ব্যবসায়ী “মোঃ আনোয়ার হোসেন”‘। সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগের’ সাংগঠনিক সম্পাদক আব্দুছ’ সাত্তার ফকিরের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান “আলহাজ্ব শাহ্ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া”। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা “আব্দুর রাজ্জাক তালুকদার”, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি” জয়নাল বাগা”, সাধারণ সম্পাদক “নূরুল ইসলাম”। ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সমাজকল্যান সম্পাদক “মোমিন তালুকদার”, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য “আবুল কালাম”, বিশিষ্ট ব্যবসায়ী” আব্দুল মতিন ফকির”, সাখুয়া ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ‘বাবুল খান”, সাখুয়া ইউনিয়ন তাতীলীগের সদস্য সচিব ‘আব্দুল লতিফ”, সাখুয়া ইউনিয়ন সাংস্কৃতিক জোট এর যুগ্ম আহবায়ক “আব্দুর রহমান সীজন’। খেলাটির আয়োজন করেন, সাখুয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক “মাহমুদুল হাসান বাবু”।
খেলায় বাবুপুর স্বপ্নছোয়া স্পোটিং ক্লাবকে ২ রানে পরাজিত করে। চ্যাম্পিয়ন” হওয়ার গৌরব অর্জন করেন সাখুয়া ঐক্যমত যুব সংঘ। বিজয়ী টিমকে ট্রফি” তুলে দেন খেলায় আসা অতিথীবৃন্দ।