শামিম ইশতিয়াক, ত্রিশালঃ স্বপ্ন বাস্তবায়ন করতে নিজ স্থান থেকে প্রতিটা মানুষই চালিয়ে যায় চেষ্টা, হয়ত সে চেষ্টায় সফলতার ছোয়া পেতে প্রয়োজন হয় নতুন নতুন পদ্ধতির এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় প্রথম বারের মত যাত্রা শুরু করেছে অনলাইন সার্ভিস “সুতিয়া”, কয়েকটি তরুণ উদ্যোক্তার হাত ধরেই আজ উদ্ভোদন হয় সুতিয়ার।
করোনা প্রাদুর্ভাবের সময় বাইরে বের হওয়ার ঝুকি এড়াতে এবং একটি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি প্রতিষ্টানের উপজেলায় ঘরে বসে কেনাকাটার জন্য ত্রিশালের মানুষের জন্য এক অনন্য সেবা হয়ে কাজ করবে সুতিয়া এমনই চিন্তা ভাবনা থেকে অনলাইন প্লাটফর্ম সুতিয়া যাত্রার চিন্তা করে তরুণ উদ্যোক্তারা, যাত্রাকালীন ত্রিশাল পৌর এলাকাতে ফ্রি ডেলিভারি সার্ভিস দেওয়া এবং অল্প কিছু দিনের মাঝেই ত্রিশাল থানায় ফ্রি ডেলিভারি সার্ভিস দিবে সুতিয়া এমনটাই জানিয়েছেন অনলাইন শপিং মল সুতিয়ার একজন উদ্যোক্তা।
বাজার মূল্য থেকে অনেক কমে ক্রেতাদের জন্য পণ্য দিচ্ছে সুতিয়া এমন বিশেষত্ব নিয়ে শুধু মাত্র ত্রিশালবাসীর দোরগোড়ায় সেবা পৌছিয়ে দিতে চায় তারা৷
সুতিয়ার যাত্রা নিয়ে ত্রিশাল হেল্পলাইনের এডমিন ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র শাকিল আহমেদ বলেন ” ডিজিটাল সময়ের সাথে তাল মিলিয়ে আমরা ত্রিশালের মানুষ অনলাইন কেনাকাটায় এবং ঘরে বসে সেবা পেতে এমন কিছুর প্রয়োজনীয়তা আগে থেকেই বোধ করছিলাম, তাই সুতিয়ার উপর ভরসা রাখতে পারি।
ত্রিশাল ডক্টর এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের যুগ্ম আহব্বায়ক ত্রিশাল উজানপাড়ার বাসিন্দা সানি ইবনে মোস্তফা বলেন অনেক সময় জুরুরি প্রয়োজনে কেনাকাটায় বাইরে যেতে হয়, বড় বড় শহরে এই সেবা থাকলেও ত্রিশালে এই সেবা নেই, কিন্তু বর্তমানে সুতিয়ার জন্য আমরা এই সেবা নিতে পারব।