ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ০৮ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৪

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ০১ হাজার ৭৬১ জনের নমুনা পরীক্ষায় ৪৮৪ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আটজন।

 ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় (স্বাস্থ্য অধিদপ্তরের অধীন) থেকে আজ বুধবার সকালে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া যায়।

পরিসংখ্যান থেকে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ০১ হাজার ৫৮ জনের নমুনা পরীক্ষায় আরও ২৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগের নেত্রকোনায়  ৮০, শেরপুরে ৬৭ এবং জামালপুরে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ বিভাগে আজ বুধবার পর্যন্ত মোট ১৯ হাজার ১০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগে করোনভাইরাসে আক্রান্ত যারা মৃত্যু করেছেন- ময়মনসিংহে চারজন, নেত্রকোনায় তিনজন এবং জামালপুরে একজন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত মোট ২৬৪ জন করোনাভাইরাসে মারা গেছেন।