মোমিন তালুকদার,নিজস্ব প্রতিবেদকঃ শুরু হতে চলেছে পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপ।তাতে ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হবে নির্বাচন। (৩০ জানুয়ারী) পৌর’ নির্বাচনকে’ সামনে’ রেখে’ পৌর’ সভার’ বর্তমান’ মেয়র “এবিএম আনিছুজামান আনিছ” ত্রিশাল’ পৌরসভার (০৯নং ওয়ার্ডে”র )বাসিন্দাদের’ সাথে’ নির্বাচনী’ মতবিনিময়’ সভা’ করেছেন।
রবিবার “(২০ ডিসেম্বর)” সন্ধ্যার পর ( ০৯নং ওয়ার্ড’) জনগণের’ আয়োজিত (নিয়ামত আলী মাস্টার বাড়ির সংলগ্নে) নির্বাচনী’ মতবিনিময়’ সভাটি জনসভায়’ রূপ’ ধারণ’ করে।
পৌরসভার’ (০৯নং ওয়ার্ডের) বাসিন্দা “গোলাম মোস্তফার” সভাপতিত্বে’ বক্তব্য’ রাখেন, ০২বারের’ নির্বাচিত’ সফল’ মেয়র “আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ”। সাবেক’ ছাত্রলীগের’ সভাপতি’ ও ‘বর্তমান আওয়ামী’ লীগ’ নেতা “মোস্তাফিজুর রহমান আলমগীর”, প্রত্যাশা সংঘ এর সভাপতি “আতিকুল ইসলাম বাবলু”, “ফজলুল হক”, “আজহার বিএসসি”, “আব্দুল আওয়াল”, “সারোয়ার জাহান সোহেল”, “শাজাহান”, “শ্বী সুনীল ধর”, প্রমুখ।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন, ত্রিশাল উপজেলা’ যুবলীগ’ এর সহ’ সভাপতি’ ও ‘প্রত্যাশা সংঘ’ এর ‘সাধারণ সম্পাদক “মোহাম্মদ গোলাম সারোয়ার (পপলু)”।