আনোয়ার পারভেজ শাকিলঃময়মনসিংহের ত্রিশালে বলাৎকারের অভিযোগে মুফতি ফরিদ আহম্মেদ (৪০) নামে এক জনকে আটক করেছে পুলিশ।মুফতি ফরিদ আহম্মেদ ত্রিশাল পাঁচপাড়া (ফায়ার সার্ভিস সংলগ্ন) অবস্থিত মারকাজুল হিদায়াহ মাদ্রাসার পরিচালক বলে জানা যায়।
এ বিষয়ে ওসি মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, হালুয়াঘাট উপজেলার ধোপাগুছিনা গ্রামের ভিকটিম তাওহীদ (১৪)পিতা আব্দুল্লাহ মারকাজুল হিদায়া মাদ্রাসা থাকতো। লক ডাউনের কারনে মাদ্রাসা বন্ধ থাকায় মাদ্রাসা ছুটি ছিলো। মাদ্রাসা পরিচালক মুফতি ফরিদ আহম্মেদ মাদ্রাসায় থাকতেন। ভিকটিম তাওহীদ গত এপ্রিল ২১ হইতে অত্র মাদ্রাসায় থাকাকালীন মুফতি ফরিদ আহম্মেদ প্রায় দিনই তাকে বলাতকার করতেন। ঘটনার দিন গত ০৮/০৫/২০২১ তারিখ রাত অনুমান ১১ ঘটিকার সময় মুফতি ফরিদ আহম্মেদ ভিকটিম তাওহীদ কে পায়ুপথে ধর্ষণ করতে চাইলে তাওহীদ বাধা দিলে হুজুর ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার পর আসামী কাউকে কিছু না বলার জন্য ভিকটিমকে ভয়ভীতি দেখায়।
ভিকটিম তাওহীদ ঘর হতে বের হয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে ত্রিশাল থানা পুলিশের উপ- পরিদর্শক (নিঃ) মোঃ আমিনুল হক সঙ্গীয় ফোর্স সহ ভিকটিম তাওহীদ কে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ভিকটিমের জবানবন্দি অনুযায়ী উপ-পরিদর্শক(নিঃ) মোহাম্মদ আমিনুল হক এর নেতৃত্বে ত্রিশাল থানা পুলিশের একটি টিম উক্ত মাদ্রাসা থেকে মুফতি ফরিদ আহম্মেদ কে গ্রেফতার করে। পরবর্তীতে ভিকটিম তাওহীদ এর মা আনজুমান আরা হালুয়াঘাট থেকে সংবাদ পাইয়া ত্রিশাল থানায় আসিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।
ত্রিশাল থানার মামলা নং ১১, তাং ০৯/০৫/২০২১, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশা/০৩) এর ৯(১)। আসামী মুফতি ফরিদ আহম্মেদ কে ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হইলে আসামী ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে অপরাধ স্বীকার করেছে বলে জানা যায়।