ভালুকায় প্রভাবশালীর জবরদখল করে রাখা প্রায় বিশ কোটি টাকার বনভূমি উদ্ধার

লিমা আক্তার ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি মুসলিম এতিমখানার উত্তর পাশে অবস্থিত বনবিভাগের দাবিকৃত ২ একর ৭২ শতাংশ বনভূমি উদ্ধার করে বনবিভাগের সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন হবিরবাড়ি বনবিভাগের কর্মচারীগণ।জানা যায় মৃত গোলাম রাব্বানীর ছেলে ইঞ্জিনিয়ার সারোয়ার রব্বানী ঢাকা ধানমন্ডি এলাকার এক প্রভাবশালী ব্যবসায়ী।বনখেকো এ ব্যবসায়ী ভবিষ্যতে ইন্ডাস্ট্রি নির্মানের উদ্দেশ্য নিয়ে,হবিরবাড়ি মৌজার ১৯ দাগে বনের দাবিকৃত ২ একর ৭২ শতাংশ জমি বছরের পর বছর জবরদখল করে রেখেছেন ।

যার আনুমানিক বর্তমান মূল্য প্রায় বিশ কোটি টাকা। বিষয়টি অবগত হওয়ার পর হবিরবাড়ি রেঞ্জের চৌকশ পরিবেশ প্রেমী রেঞ্জ অফিসার মোজাম্মেল হকের নেতৃত্বে হবিরবাড়ি বিট অফিসার বনের দাবিকৃত বিশ কোটি টাকা মূল্যের ভূমি উদ্ধার করে সেখানে বনবিভাগের সাইনবোর্ড টানিয়ে দেন।

এ ব্যাপারে হবিরবাড়ি বিট অফিসার মোঃ দেওয়ান আলি জানান,হবিরবাড়িতে বনের গেজেটভুক্ত যেসব জায়গা বিভিন্ন প্রভাবশালীরা বেদখল করে রেখেছে সেগুলো বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা দখলমুক্ত করে বনের চারাগাছ রোপণ করছি।এই অভিযানের অংশ হিসেবে প্রভাবশালী সারোয়ারের দখলে থাকা ২ একর ৭২ শতাংশ জায়গা উদ্ধার করেছি। আমাদের এ অভিযান সবসময় অব্যাহত থাকবে।