ত্রিশালে পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দ সম্পন্ন

ফকরুদ্দীন আহমেদঃ আগামী ১৪ ফেব্রুয়ারি ত্রিশাল পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশে  প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে পৌর নির্বাচনে প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের এ আয়োজন করা হয়।
ত্রিশাল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌর নির্বাচন উপলক্ষ্যে ০৪ মেয়র প্রার্থী , ৪৭ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংক্ষিত মহিলা সহ মোট ৫১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি ) দুপুরে  প্রতীক বরাদ্দ দেওয়ার সময় উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম (জেলা অতিরিক্ত  নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ত্রিশাল পৌরসভা নির্বাচন২০২১) , মোস্তাফিজুর রহমান (উপজেলা নির্বাহী অফিসার), ফারুক মিয়া (উপজেলা নির্বাচন কর্মকর্তা) ,মাহমুদুল ইসলাম( থানা অফিসার ইনচার্জ) ,সুমন চন্দ্র রায় (ওসি তদন্ত  )প্রমুখ।
           ত্রিশাল পৌরসভা নির্বাচনে মোট ৫১ জন প্রার্থীর মধ্যে ৪ জন মেয়র প্রার্থীর প্রতিক হলোঃ
  • স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ পেয়েছেন (জগ প্রতীক)  ।
  • দলীয় প্রতীক হিসাবে- ইসলামি আন্দোলন  বাংলাদেশের আবুল হাসান পেয়েছেন (হাতাপাখা)।
  • আওয়ামীলীগ থেকে আলহাজ্ব  নবী নেওয়াজ সরকার  (নৌকা প্রতীক)।
  • বিএনপি মনোনিত প্রার্থী রুবায়েত হোসেন শামীম  (ধানের শীষ) ।
  • তাছাড়াও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৪৭ প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ত্রিশাল পৌরসভার  মোট ০৯ টি ওয়ার্ডে মোট ১৩১৭০ জন পুরুষ ভোটার ও ১৩৫১২ জন মহিলা ভোটার রয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচন  ব্যালট পদ্ধতিতে হবে বলে জানাগেছে।
Attachments area