ত্রিশাল প্রতিদিনঃঃ ময়মনসিংহের ত্রিশালে তৃতীয় বারের মত পৌরপিতার দ্বায়িত্ব নিলেন মেয়র আনিছ। বাবার নীতি আর বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করেছেন এই মেয়র। তার রাজনৌতিক জীবন শুরু স্কুল থেকে আজ মানুষের ভালবাসার পাত্র তিনি। জীবন সংগ্রামের একমাত্র সাথী এখন মানুষের ভালবাসা যা তিনি জয় করতে পেরেছেন। আর এই ভালবাসা বিশ্বাসের বহিপ্রকাশ গণ সংবর্ধনা পেলেন আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
সোমবার ৮ মার্চ ত্রিশাল গো- হাটা মাঠে পৌরবাসীর আয়োজনে বিশাল গণ সংবর্ধনা দেয়া হয়।পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান চানু মিয়ার সভাপতিত্বে এবং প্রকৌশলী লূৎফর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মশিউর রহমান দীপক, আজাহারুল ইসলাম বিএসসি, আব্দুল কাদির, শওকত আলী লাভলূ ও এনামুল হক প্রমুখ।
গণ সংবর্ধনায় নব নির্বাচিত সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদেরকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নব নির্বাচীতরা হলেন
- ১ নং উসমান গনি কুসুম,
- ২ নং রাশিদুল হাসান বিপ্লব
- ৩ নং সাইফুল ইসলাম শাহীন
- ৪ নং আজহারুল ইসলাম
- ৫ নং মেহেদী হাসান নাসিম
- ৬ নং আলমগীর কবির
- ৭ নং মানিক সাইফুল
- ৮ নং খালেদ মাহমুদ সুমন
- ৯ নং আনিসুজ্জামান বাবুল
সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২,৩, নং ওয়ার্ডের ফাতেমা আক্তার মিনা,৪,৫,৬, নং ওয়ার্ডের শাহনাজ পারভীন,৭,৮,৯, নং রানু আক্তার।
সংবর্ধনা অনুষ্ঠান হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিনত হয়। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেয়র আনিছকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিক দেওয়ার জন্য জোর দাবী তুলেন। এসময় হাজার হাজার জনতা করতালি দিয়ে দাবিটি সমর্থন করেন।