মোঃ আসাদুল ইসলাম মিন্টুঃ ময়মনসিংহের ত্রিশালের বৈলর মঠবাড়ী(বড় পুকুরপাড়) নামক স্থানে ও ত্রিশালের বিভিন্ন জায়গায় এখন প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা।
গত ১৪ই আগষ্ট ঘটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।ঐ দূর্ঘটনায় নিহত হয় ৫জন এবং আহত আরো অন্তত ২৫ থেকে ৩০জন।
তার পরের অর্থাৎ ১৫ই আগস্ট একই উপজেলার আমিরাবাড়ী ইউনিয়ন-এর (বগার বাজার) নামক স্থানে আবারও ঘটে দূর্ঘটনা।এতে আহত একজন কে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়, রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রোগীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয় এবং গতকাল চিকিৎসাধীন অবস্থায় ঐ ব্যক্তি মৃত্যুবরণ করেন।
গত ১৯আগষ্ট বৃহস্পতিবার আবারও পৃথক পৃথক স্থানে দুটি দূর্ঘটনা সংঘটিত হয়।এতে অন্তত ৪জন আহত এবং (আনুমানিক) ৪/৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়।
তাই বৈলর মঠবাড়ী (বড় পুকুরপাড়) নামক স্থানে এলাকাবাসী উদ্যোগে আজ ২০আগষ্ট শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে এলাকার সকল মসজিদের মুসল্লীদের উপস্থিতিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই মোনাজাত করা হয় এবং মোনাজাত শেষে সামান্য আপ্যায়ন করা হয়।