গফরগাঁওয়ে বালুর ড্রাম ট্রাকের চাপায় দুই কৃষক নিহত

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবাহী ড্রামট্রাকের চাপায় নিহত হয়েছে দুই জন। সোমবার (০৭ জুন) ভোর ০৬টার দিকে গফরগাঁও -হোসেনপুর সড়কে খুরশীদমহল ব্রীজের উপর এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন  মাসুম (২০) পিতা- নূর হোসেন  ও  মানিক (৩০)পিতা-মোঃ শহীদ এর দু জনেই একই উপজেলার খুরশিদমহল গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী কাছে জানা যায়,সোমবার সকালে কৃষক মাসুম ও মানিক পায়ে হেটে ব্রহ্মপুত্র নদের অপর প্রান্তে খুরশীদমহল গ্রামের চরাঞ্চলে তাদের ফসলের মাঠে কাজ করতে যাচ্ছিলেন।এ সময় খুরশীদ মহল ব্রীজে পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বালুবাহী ড্রাম ট্রাক পথচারী এই দুই কৃষককে চাপা দিলে ঘটনাস্থলেই দুই কৃষক প্রাণ হারায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়,বেপরোয়া গতির বালুবাহি ড্রাম ট্রাকটি রং সাইডে গিয়ে এই দুই কৃষককে চাপা দেয়। চাপা দিয়ে ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।

পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন,মরদেহ উদ্ধার করে পাগলা থানায় নেওয়ার প্রস্ততি চলছে।ঘটনাস্থলের আধা কিলোমিটার দুরে ব্রীজের টোল প্লাজায় সিসি ক্যামেরা আছে ।সিসি ক্যামেরার সাহায্যে ঘাতক ট্রাকটি সনাক্তকরনের চেষ্টা চলছে