আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস

প্রেম দিবস
প্রেম দিবস

আজ ১৮ সেপ্টেম্ব’র, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি’র যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিবছর’ই উদ্‌যাপি’ত হচ্ছে দিবসটি। কিছু অগোছালো জীবনে অতঃকা পরিবর্তনে’র মধ্যদিয়ে যার আগমন আবা’র কিছু শূন্যস্থান পূরনে’র নাম হয়ত প্রেম। আগে বা পরে, সবার জীবনে’ই আসে প্রেম। কৈশোরে যখন মানবমনে জন্ম নেয় প্রেমে’র অনুভূতি, ঘোরলাগা দৃষ্টি নিয়ে সে তাকায় চারপাশে। খুঁজে ফেরে প্রেম, প্রেমের মানুষ।

কারও কারও জীবনে প্রেম-ভালোবা’সা বড্ড দ্রুত এসে যায় আবা’র ঝড়, বন্যা জলোচ্ছ্বাসে’র মতো ভাসিয়ে নেয়। প্রথম প্রেম হতে পারে তীব্র বেদনা’র, ভাঙন কিংবা বিচ্ছেদে’র গল্প। কিন্তু সেই প্রেম মানুষ’কে শিখিয়েও যায় অনেক কিছু। পুরো জীবনে ছাপ ফেলে যায়। একসম’য় ধীরে ধীরে সে’সব দুঃসহ যন্ত্রণা মুছে যায়, কেবল’ই বেঁচে থাকে কবেকার ফেলা আসা সেই বুক চিনচি’নে মুহূর্ত।আমরা প্রেম মানে যদি মানব মানবি’র মিলনকে বলি তা ভূল হতে পারে প্রেম সর্বজনে’র মাঝে এক মহা জাগতিক বিষয়।তবে এ সময়ে প্রকৃত প্রেম নাই বললেই চলে।কালের আবর্তন আর ডিজিটালের ছোয়ায় বিলিন হয়ে গেছে।