ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে মোটরসাইকেলের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে ইমরান হোসেন ও উজ্জল মিয়া নামের দুই যুবক নিহত ও তিনজন আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে পুরাতন ব্রহ্মপুত্র সেতুর উপর মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপজেলার বিরই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মোটরসাইকেল চালক ইমরান হোসেন নিহত হয়। সে বিভো কোম্পানির মোবাইলের স্থানীয় ডিলার।
এ সময় অটোরিকশার যাত্রী চরমছলন্দ নয়াপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে উজ্জল মিয়া, একই গ্রামের রুবেল মিয়া, নিধিয়ার চর গ্রামের আসাদ, মাইজপাড়া গ্রামের সোহেলসহ চারজন গুরুতর আহত হয়।
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উজ্জল, আসাদ, সোহেল, রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে উজ্জল মারা যায়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার বলেন, খবর পেয়ে ফোর্স পাঠিয়ে লাশ ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।