রাশেদুজ্জামান রনি,বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ময়মনসিংহে অর্থনৈতিক উন্নয়ন গবেষণা সংস্থা (ইডিআরও) এর আয়োজনে “২০১৯-২০ অর্থবছরের জন্য আর্থিক নীতি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় জেলা পরিষদ হল রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থায়ন বিভাগের প্রফেসর মো: রইস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. ফকির আজমল হুদা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, মাওলানা ভাষানী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নাজমুল সাদেকিন, আনন্দ মোহন কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জামিল সরকার।
সংস্থাটি নির্বাহী পরিচালক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তানজিল হোসেনের সভাপতিত্বে আলোচক হিসেবে বিস্তারিত বক্তব্য রাখেন আর্থিক নীতি বিবৃতি ২০১৯-২০ টিমের সদস্য এবং বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতি ইউনিটের যুগ্ন-পরিচালক খান মো: সাঈদজাদা। খান মোহাম্মদ সাঈদজাদা তার মূলবক্তব্য উল্লেখ করেন একটি দেশের বাণিজ্য ব্যবস্থা স্থিতিশীল রাখতে আর্থিক নীতির ভূমিকা কতটুকু হতে পারে। মূলবক্তব্যে কর্মসংস্থান বৃদ্ধির উপায় এবং তা বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে বিশেষ গুরুত্ত্ব দেওয়া হয়।
কর্মশালায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাষানী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ ও নাসিরাবাদ কলেজের শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অর্থনীতি উন্নয়ন গবেষণা সংস্থা(ইডিয়ারও) একটি অলাভজনক গবেষণাধর্মী প্রতিষ্ঠান। দেশ থেকে দরিদ্রতা এবং বেকারত্ত্ব দূরীকরণে গবেষণামূলক কার্যক্রম চালিয়ে থাকে এ সংস্থাটি।