নাজমুল ইসলাম(ভালুকা)ঃ ময়মনসিংহের ভালুকায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার জন্য এক গৃহবধূর সিজারের সময় মৃত্যু হয়েছে।
উপজেলার বাজার রোডে পাঁচ রাস্তা মোড়ে বেসরকারি হাসপাতাল মাহির ল্যাবে রোকসানা খাতুন( ৩০) গৃহবধূর সিজারের সময় মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠে। রোগীর অবস্থা খারাপ দেখে দূত ময়মনসিংহ কমিউনিটি হাসপাতাল চোরখাইে টানসফার করা হলেও অাজ সকালে গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর বাড়ি উথুরা ইউনিয়নে। অভিযোগ উঠে মাহির ল্যাবের মালিক জাকির হোসেন ময়মনসিংহ চুরখাই মেডিকেল হাসপাতালে নিজে গিয়ে গৃহবধূর লাশ মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপা দিয়ে নিহতের পরিবারে কাছে হস্তান্তর করেন।
ভালুকায় এর অাগেও বেসরকারি হাসপাতালে রোগীর ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে। হাসপাতাল সিল গালা হয়েছে কিন্তু কিছু দিন পর অাবারো চালু হয়েছে। কেন একজন ডাঃ ভুল চিকিৎসার জন্য রোগীর জীবন দিতে হয় তার উওর অধরাই রয়ে গেছে! শিল্প নগরী ভালুকায় যে কয়েকটি বেসরকারি হাসপাতাল রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর হস্ত খেপ উপজেলা সিভিল সার্জনের নেয়া উচিত। কারন সত্যিকার অর্থে হাসপাতাল গুলোতে কসাই দিয়ে রোগীর চিকিৎসা করা হয় না ভালো মানের ডাক্তার সাহেব রয়েছে তা সাধারণ মানুষের মধ্যে অভিযোগ উঠেছে।
গৃহবধূর নিহতের পরিবার কোন অভিযোগ দায়ের করেনি।