ত্রিশাল প্রতিদিন ডেস্ক::ময়মনসিংহের ত্রিশাল একটি গুরুত্বপূর্ন উপজেলা ।আয়তন ৩৩৮.৯৮ বর্গ কিলোমিটার। এটি ১টি থানা, ১টি পৌরসভা (ক শ্রেণীর), ৯টি ওয়ার্ড, ১২টি মহল্লা, ১২টি ইউনিয়ন, ৯১টি মৌজা, ১৫৯টি গ্রাম নিয়ে গঠিত। জীবনের মান উন্নয়নে প্রতিদিন তৈরী হচ্ছে নতুন কর্মসংস্থান । সাথে বাড়ছে নতুন মুখ নতুন ভোটার ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নতুন ভোটারদের দেয়া হবে জাতীয় পরিচয় পত্র ।
- যে তারিখে যেসব জায়গায় জাতীয় পরিচয় পত্র বিতরণ হবে:
- মঙ্গলবার ৫ ফেব্রুয়ারি ত্রিশাল পৌরসভায়,
- বুধবার ৬ফেব্রুয়ারি ধানীখোলা ইউনিয়ন পরিষদে,
- বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারি বইলর ইউনিয়ন পরিষদে,
- রোববার ১০ ফেব্রুয়ারি রামপুর ইউনিয়ন পরিষদে,
- সোমবার ১১ ফেব্রুয়ারি ত্রিশাল ইউনিয়ন পরিষদে,
- মঙ্গলবার ১২ ফেব্রুয়ারি হরিরামপুর ইউনিয়ন পরিষদে,
- বুধবার ১৩ ফেব্রুয়ারি সাখুয়া ইউনিয়ন পরিষদে,
- বৃহস্পতিবার ১৪ ফেব্রুয়ারি মঠবাড়ি ইউনিয়ন পরিষদে,
- রোববার ১৭ ফেব্রুয়ারি মোক্ষপুর ইউনিয়ন পরিষদে,
- সোমবার ১৮ ফেব্রুয়ারি বালিপাড়া ইউনিয়ন পরিষদে,
- মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদে,
- বুধবার ২০ ফেব্রুয়ারি কাঠাঁল ইউনিয়ন পরিষদে ও
- রবিবার ২৪ ফেব্রুয়ারি কানিহারি ইউনিয়ন পরিষদে।