শেরপুরে বিএডিসি’র উদ্যাগে দিনব্যাপী অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক-বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন উচ্চ ফলনশীল রপ্তানীযোগ্য নতুন জাতের আলো সম্প্রসারণ এবং রপ্তানী আলু উৎপাদন সংরক্ষণ বিপণন ও রপ্তানি কলা কৌশল শীর্ষক দিনব্যাপী অংশীজন প্রশিক্ষণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

১৮ই ডিসেম্বর শেরপুর জেলায় বাংলাদেশ  কৃষি উন্নয়ন  কর্পোরেশনের  উপ পরিচালক (টিসি) এর দপ্তর বিএডিসি হিমাগার শেরপুর উদ্যোগে  জেলার বিভিন্ন এলাকার কৃষকদেরকে প্রশিক্ষণের আয়োজন  করেন।

 বিএডিসি শেরপুর এর উপপরিচালক( টিসি) মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএডিসির ঢাকা এর  অতিরিক্ত মহাব্যবস্থাপক(সিডিপি ক্রপস)সুব্রত কুমার, বিএডিসি ঢাকা এর  প্রকল্প পরিচালক,(মাবীউকৃবিপ্র) আবীর হোসেন, বিএডিসি ঢাকা এর যুগ্ম পরিচালক (মান নিয়ন্ত্রন) মোঃ মিজানুর রহমান।

উপস্থিত অতিথিরা  প্রশিক্ষনার্থী কৃষকদেরকে ফসল  উৎপাদন বৃদ্ধির জন্য নানা ধরনের কলা কৌশল শিখান এবং উন্নত নতুন জাতের আলুর ফসল ফলানোর জন্য সু-পরামর্শ  দেন।