স্টাফ রিপোর্টারঃ ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস পালিত হয়েছে । ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনীর কবল থেকে ময়মনসিংহ জেলা মুক্ত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকালে নগরীর ছোটবাজার মুক্তমঞ্চে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। পরে বণার্ঢ্য বিজয় র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম,জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা, মশমনসিংহ সিটি করপোরেশন এর মেয়র ইকরামুল হক টিটু, ও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ জেলা আওয়ামী লীগ -বিভিন্ন বাহিনীর সদস্যও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ নানা শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ১০ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ময়মনসিংহ ছোট বাজার মুক্তিযুদ্ধা স্মরণী মুক্ত মঞ্চে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।