মমেক হাসপাতালের জুলাই মাসে করোনায় ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১৯১ ও উপসর্গ নিয়ে ২৯১ জন মৃত্যু বরণ করেন হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
তথ্য জানা যায়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫৪ শতাংশই ময়মনসিংহ জেলার বাসিন্দা। ময়মনসিংহ জেলায় করোনা ও উপসর্গে ২৬২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জামালপুরের ৪৫ জন, শেরপুরের ৪৩, নেত্রকোনার ৬৫ জন ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে মারা গেছেন। সেখানে শুধু জুলাই মাসেই নতুন করে ২ হাজার ৮ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৫৭১ জন।
চিকিৎসকেরা জানিয়েছেন, যাঁরা মারা গেছেন, তাঁদের অধিকাংশেরই কিডনি, ডায়াবেটিস, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতা ছিল। এর মধ্যে বেশ কয়েকজন গর্ভবতী ছিলেন।
হাসপাতালটির করোনা ইউনিটের মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে ৪৭৫ শয্যা আছে। বর্তমানে রোগীর চাপ থাকায় শয্যাসংকট দেখা দিয়েছে। আছে চিকিৎসকের সংকটও। অতিরিক্ত রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউ শয্যা আছে ২২টি। আরও ২৪টি আইসিইউ সমমানের শয্যা প্রস্তুত করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবীর বলেন, অক্সিজেনসংকট মোকাবিলায় করোনা ওয়ার্ডে অক্সিজেন প্রেশার বৃদ্ধি করা হয়েছে। ফলে জটিল রোগীদের অক্সিজেন স্যাচুরেশনের উন্নতি হয়েছে। হাসপাতালে চিকিৎসার মানের কোনো ঘাটতি নেই। ওয়ান স্টপ ফ্লু কর্নার ও টেলিমেডিসিনের মাধ্যমেও রোগীদের সেবা দেওয়া হচ্ছে। তথ্য সূত্র-প্রথম আলো