মধ্যপ্রাচ্যঃ করোনাভাইরাস মহামারির প্রকোপে ‘লাল তালিকায়’ থাকা দেশগুলো থেকে ভ্রমনকারীদের বাহরাইনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। লাল তালিকায় রয়েছে বাংলাদেশসহ পাঁচটি দেশ ।
আজ সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএনএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য প্রকাশ হয়েছে। খবরে বলা হয়েছে, বাংলাদেশ ছাড়াও লাল তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। তবে বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞা বাইরে থাকবে।
তবে বাহরাইনের নাগরিক ও বাসিন্দা বাহরাইনে যেতে হলে করোনা পরীক্ষার ‘নেগেটিভ’ রিপোর্ট নিয়ে যেতে হবে। বাহরাইনে যাওয়ার পর ওই ব্যক্তিকে নিজ বাড়িতে কিংবা সরকারের তালিকাভুক্ত কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে। বিভিন্ন দেশ থেকে যারাই সেদেশে যাবে সবার ক্ষেত্রেই বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।