গাজা নামে বড় আকারের নতুন ড্রোন উন্মোচন করেছে ইরান

আন্তর্জাতিকঃ বড় আকারের একটি নতুন ড্রোন উন্মোচন করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান।  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে এটির নামকরণ করেছে (গাজা)।

 বড় আকৃতির কৌশলগত ড্রোন গাজা উন্মোচনের মধ্য দিয়ে ইরানের ড্রোন শক্তি আরও অনেক বেড়ে গেছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই ড্রোনের কয়েকটি পরীক্ষা সম্পন্ন করে তা সামরিক বাহিনীতে যুক্ত করা হবে বলেও জানানো হয়।

গাজায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মতি এবং কার্যকরের দিনই ইরান ‘গাজা’ নামের এই ড্রোনটি উন্মোচন করা হয়।

টানা ১১ দিন যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে জয়লাভে হামাস-সহ প্রতিরোধ যোদ্ধাদের ইতোমধ্যেই অভিনন্দন জানিয়েছে ইরান।