ফজলে রশীদ:: ত্রিশাল উপজেলা শহরের অদুরের নির্জন পল্লী মঠবাড়ী গ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘অটিজম ও প্রতিবন্ধিতা অভিশাপ নয়, চাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ এ শ্লোগানকে সামনে রেখে উদ্বোধন করা হলো মানব সেবামূলক প্রতিষ্ঠান বেলা হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ মফিজ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এমপি, বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট শিল্পপতি মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশ ফিজিওথেরাপি এসিসিয়েশনের সভাপতি আনোয়ারুল কাদির নাজিম,জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ মোত্তালিব, ঢাকা লেব জোন (প্রাঃ) হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াকিলুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডশনের সিও ডাঃ রোকসানা, শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়াম্যান ডাঃ শামীম আহমেদ।
এ ছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবর্গ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।