ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ময়মনসিংহ সিটিকর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ড এলাকায় ৫১ হাজার ৮ শ ৭৬ জন শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। নগরীর ৩৩ টি ওয়ার্ডে মোট ২৬২ টি কেন্দ্র রয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস শিশু রয়েছে ৭ হাজার ১৭৭ জন ও ১ থেকে ৫ বছর পর্যন্ত শিশু রয়েছে ৪৪ হাজার ৭১৯ জন। এছাড়াও নগরীর বাসটার্মিনাল ও রেলওয়ে ষ্টেশনসহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যান কেন্দ্র রয়েছে আরও ১৪ টি।
গত শনিবার (১১ জানুয়ারি) সকালে মসিক নগর ভবনে সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ২য় রাউন্ডের আওতায় এ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন। স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আওতায় সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডাঃ এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যনিটেশন কর্মকর্তা দীপক কুমার মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।