আরিফ রববানী, ময়মনসিংহঃ আসন্ন কাঁঠাল ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয়বার সুযোগ পেলে, কাঁঠাল ইউনিয়ন কে সাংস্কৃতিসহ সকল সেক্টরকে আরো গুরুত্ব দেওয়া হবে জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল বলেন-জনগণ আমাকে ভালোবেসে গতবারের নির্বাচনে বিপুল ভোটে নিবাচিত করেছে। আর সেই ভালোবাসার প্রতিদানে জনগণের চাহিদা মোতাবেক উন্নয়ন করার চেষ্টা করেছি। আসন্ন নির্বাচনে জনগণ আমাকে তাদের মূল্যবান ভোটে ফের নির্বাচিত করলে আমার অসাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। বৃহস্পতিবার (৩০শে সেপ্টেম্বর) রাতে স্থানীয় কালির বাজার ধান মহালে বন্ধু মহল নামক সংগঠনের আয়োজিত খাজা বাবা মঈনউদ্দীন চিশতি রহ. স্বরণে বাউল গানের আয়োজন বাউল সন্ধ্যা অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চেয়ারম্যান কামাল আরো বলেন, পাঁচ বছর আগে যখন ভোট চাইতে এ এলাকায় এসেছিলাম তখন গ্রামের প্রতিটা রাস্তা দিয়ে হাটতে খুবই কষ্ট হতো।এখনকার মতো এতোটা উন্নত ছিল না এখানকার রাস্তাঘাট। তখন অনেকেই আমাকে চিনতো না। আমার ব্যাপারে জানতোও না, কিন্তু আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতায় আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তখন আপনাদের কথা দিয়েছিলাম এলাকার রাস্তাঘাট করে দেবো। আল্লাহর রহমতে আজ আমি আমার দেয়া কথা রাখতে পেরেছি। আমি আমার ভোটের দায়িত্ব পালন করছি। আপনারা আমাকে নির্বাচিত করে যে দায়িত্ব দিয়েছেন তা আমি পূরণ করতে সর্বদা চেষ্টা করছি।
৯নং ওয়ার্ড ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ভোধক হিসাবে উপস্থিত থেকে উদ্ভোধনী বক্তব্য রাখেন বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিক।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান কামাল আরো জানান, কাঁঠাল ইউনিয়ন শুধু নয়, উপজেলার মাঝে সবচেয়ে বড় বাজার হচ্ছে কালির বাজার। এই বাজারের রাস্তাঘাট,ড্রেনেজ ব্যবস্থা,সেট ঘর সবই ছিলো জরাজীর্ণ অবস্থায়, এসব সমস্যা সমাধান করা হয়েছে,বাজারে সেট ঘর,ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হয়েছে, পানির সমস্যা সমাধানে সাবমার্সিবল স্থাপন করা হয়েছে, নির্বাচনে পুনরায় জয়ী হলে আরো যেসব কাজ বাকী আছে সব করতে পারবো। আমি জনগণের সেবক। আমি সবসমই জনগণের সেবা করতে চাই। আমার নিজের কোনো চাওয়া পাওয়া নাই। আমি সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই। চেয়ারম্যান কামাল বলেন, আমি আমার বাবার দেখানো আদর্শ পথে চলছি। তিনি আমাকে বলে গেছেন, সব সময় মানুষের পাশে থাকতে। মানুষের সেবা করতে। তাই আমি জনগণের সেবা করে সাধারণ মানুষের পাশে সব সময় থাকতে চাই। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী,কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মতিউর রহমান নয়ন, বঙ্গবন্ধু স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইলিয়াস হোসনে,তাইজ উদ্দীন প্রমুখ।