রায় প্রত্যাখ্যান, ৭ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি

ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ‘ফরমায়েশি’ অাখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি।এই রায় রাজনৈতিক উদ্দেশ্যমূলক। ক্ষমতাসীন দলের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই রায় দেওয়া হয়েছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

ফখরুল বলেন, এ মামলা আইনগতভাবে মোকাবেলার পাশাপাশি রাজনৈতিকভাবেও মোকাবিলা করা হবে।

এ রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির দলীয় কর্মসূচি থাকবে, রাজনৈতিক কর্মসূচি থাকবে ও আইনি তৎপরতাও থাকবে বলে জানিয়ে বিএনপির মহাসচিব সাত দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে, ১১ অক্টোবর ঢাকাসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ, ১৩ অক্টোবর ছাত্রদলের বিক্ষোভ, ১৪ অক্টোবর যুবদলের বিক্ষোভ, ১৫ অক্টোবর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ১৬ অক্টোবর ঢাকাসহ সারাদেশে বিএনপির কালো পতাকা মিছিল, ১৭ অক্টোবর মহিলা দলের মাবনবন্ধন ও ১৮ অক্টোবর সারাদেশে শ্রমিক দলের মানববন্ধন।

দেশের ইতিহাসে বর্বরোচিত ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।