ত্রিশাল প্রতিদিন ডেস্কঃময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন থাকা অবস্থায় ০৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ডা. মহিউদ্দিন খান জানান, শুক্রবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।মৃত ব্যাক্তিরা হলেন- মাহমুদা আলম (৬০),রেনু দে (৬৭),পুষ্পা রাণী (৬৫), মোতালেব মিয়া (৪৫) এবং রোজী বেগম (৪৫)।
মৃতদের মধ্যে রেনু দে ও মাহমুদা আলম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি তিনজন পুষ্পা রাণী, মোতালেব মিয়া ও রোজী বেগম করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন।