আরিফ রববানী, ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলার কোতুয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শাহ কামাল আকন্দের যোগদানের পর থেকে সন্ত্রাস, চাঁদাবাজ,দূর্নীতি,ইভটিজিং ও মাদকমুক্ত করতে নিরলস ভাবে দিন রাত কাজ করে যাচ্ছেন। এ ছাড়াও তিনি জঙ্গিবাদ, নাশকতা প্রতিরোধ, সন্ত্রাস দমন, অস্ত্র উদ্বার, খুনের রহস্য উদঘাটন, আইনশৃঙ্খলার উন্নতি, অবৈধ পন্য উদ্ধার, জানজট নিরসন, মাদক ব্যবসা নির্মুল সহ ইত্যাদি ক্ষেত্রে বিশেষ ভাবে কাজ করে যাচ্ছেন। যোগদানের পর থেকে বিগত ১০০দিনে থানা এলাকার অপরাধ নির্মুলে তার কাজের ব্যাপক সফলতাও দেখিয়েছেন।কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ গত ১৯ আগস্ট ২০২১ ইং বৃহস্পতিবার তিনি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ কোতোয়ালী মডেল থানায় যোগদান করেন। ময়মনসিংহ সদর উপজেলাকে সন্ত্রাস মুক্ত করতে গিয়ে পুলিশকে সর্বদা প্রস্তুত রেখেছেন। যেগদানের পর থেকে উপজেলার সর্বস্তরের জনসাধারণকে রাতে নির্ভিগ্নে ঘুমানোর এবং রাস্তার মানুষদের চলাচল সহজ করার জন্য তিনি জীবন বাজি রাখছেন। কোন ভয় ভীতি থামাতে পারেনি তাকে। যুব সমাজকে রক্ষা করার জন্য তিনি থানা এলাকাকে মাদক মুক্ত ঘোষনা করে অনেকটাই সফল হয়েছেন। স্থানীয় কুখ্যাত মাদক সম্রাটদেরকে আটক করে মাদক আইনে মামলা দিয়ে পাঠাচ্ছেন আদালতে। ওসি শাহ কামাল আকন্দ যোগদানের পর থানা অভ্যর্থনা ও সার্ভিস ডেলিভারী ডেক্স চালু করেছেন, যাতে করে সাধারণ জনগন নারী ও শিশুদের বিশেষ সেবা প্রদান করা যায়। এছাড়া থানায় আসা সাধারন মানুষ যাতে সহজে সার্বক্ষনিক সেবা পায় তার জন্য একজন অফিসার নিয়োগ করেছেন। এতে করে খুব সহজে সেবা পাচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে বলে দাবী করছে সাধারণ মানুষ। এর ধারাবাহিকতা সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে অনেক পরিবারকে করছে এক, আবার অনেক শিশুকে দিয়েছে সুন্দর আলোর পথ। আইন শৃঙ্খলা রক্ষা ও সমাজ হতে মাদককে না বলা যুব সমাজকে রক্ষার জন্য প্রত্যেক এলাকায় একাধিক বৈঠক সহ মাদক কারবারিদেরকে গ্রেফতার করে মাদক মুক্ত করার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তিনি থানায় যোগদান করার পর থেকেই সন্ত্রাসী ও কুখ্যাত মাদক সম্রাটদের কাছে এক মুক্তিমান আতংক হিসেবে পরিচিতি পেয়েছেন। স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গিকার করায় কয়েকজন মাদক কারবারিকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দিয়েছেন।
ওসি শাহ কামাল আকন্দ কোতোয়ালি মডেল থানায় যোগদানের পর থেকে গত ১০০দিনে ময়মনসিংহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন রাখার জন্য ১৭টি বিট পুলিশিং মিটিং করে জনগণ কে অপরাধ নির্মুলে ঐক্যবদ্ধ করে কাজ করেছেন । বিভিন্ন অটো-মিশুক চালক ও মালিকদের সাথে সতর্কতামূলক মতবিনিময় করেন।এখন তার প্রতিকার পাচ্ছে চালকরা। অটো চুরি,ছিনতাই এখন রোধ হয়েছে, অপরাধ রয়েছে নিয়ন্ত্রনে। দোকান মালিক সমিতির ব্যক্তিবর্গদের সাথে আইন শৃংখলা নিয়ন্ত্রনের জন্য সহযোগিতা করার লক্ষ্যে মতবিনিময় করেন শাহ কামাল আকন্দ।
জেলা সদরে শারদীয় দূর্গাপূজা/২০২১ মোট ১১০টি পূজা মন্ডপের নিরাপত্তা রক্ষার বিট পুলিশিং এ যথার্থ কর্মতৎপরতায় উৎসাহ উদ্দীপনায় পূূজা উদযাপিত হয় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দের প্রচেষ্টায়। কুমিল্লার অনাকাঙ্খিত ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে আইন শৃংখলার অবনতি হলেও জেলা পুলিশ সুপার দিক নির্দেশনায় ময়মনসিংহ বিভাগীয় সদরে হিন্দু ধর্মালম্বীদের মানবন্ধন, র্যালী, মিছিল, প্রতিবাদ সভা, দায়িত্ব পালন, আইন শৃংখলা স্বাভাবিক, ধৈর্যের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে শাশিÍপূর্ণ ভাবে সম্পন্ন করেন। পুলিশ জানায়, গত ২৮নভেম্বর তারিখ তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন/২০২১ এর অত্র থানাধীন ৫টি ইউনিয়নে মোট ৫৭টি ভোট কেন্দ্রে কোন প্রকার সহিংসতা ঘটনা ছাড়াই সুষ্ঠভাবে নির্বাচন সম্পূর্ন করা হয় । নির্বাচনের আগে প্রত্যেক ইউনিয়নে আলাদা আলাদা ভাবে সকল প্রার্থীদের সাথে মত বিনিময় করে এলাকা পুলিশের ভাবমূর্তি উজ্জল করা হয়। এতে কোন সংসহিতা ছাড়ায় নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।
ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহে মাদক উদ্ধারে কোতোয়ালী মডেল থানা নভেম্বর/২০২১ মাসে মাদক উদ্ধার ইয়াবা ১২৭৭৪ পিস, হেরোইন ৭১২ গ্রাম, গাঁজা ৭১ কেজি ৪০০ গ্রাম, বিদেশী মদ ৩৪ বোতল, চোলাই মদ ৩৭৮ লিটার, ইনজেকশন ৫২৭ সিস, ফেনসিডিল ৭০ বোতল সহ মাদক ব্যবসায়ী সর্ব মোট ২৬৬ জন গ্রেফতার করা হয় । সর্ব মোট মূল্য ১ কোটি ৭৫ লাখ ৭হাজার ৫০০/- টাকা। মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ হিসাবে পুরস্কার লাভ করেন। ডাকাতির প্রস্তুতি মামলার আসামী (৩৯) জন, দস্যুতা প্রস্তুতি মাামলার ১৩ জন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার আসামী ২৭ জন, চুরি মামলার আসামী ১৮ জন, অপহরন মামলার আসামী ৭ জন, চোরা চালান ৯ জন, খুন মামলার আসামী ১৩ জন, ছিনতারী ২০ জন, নিয়মিত মামলার আসামী ৩৬৪ জন সহ মোট ৫২০ জন আসামীকে গ্রেফতার করেছেন ।
এছাড়াও জিআর ও সিআর সাধারন পরোয়না মূলে ৫৫৩টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করেন। অপরদিকে সাজা প্রাপ্ত পরোয়ানা মূলে ৮১টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তিসহ সর্ব মোট ৬৩৪ টি গ্রেফতারী পরোয়না নিষ্পত্তি করেন । নিয়মিত মামলা রুজু ৩৮৩ টি এর মধ্যে নিষ্পত্তি করা হয়েছে ৩৯৮ টি, অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে ২৪টি এবং নিষ্পত্তি ২৫টি।
সুত্রজানায়, এছাড়াও উদ্ধার করা হয় অপহৃত ভিকটিম/নিখোঁজ উদ্ধার ৩৫ জন, ২ ভরি ১৫ আনা ৭ পয়েন্ট স্বর্ণ, ৩টি ল্যাফটপ, ১টি এলইডি ৩২ ইঞ্চি টিভি, ১টি হাত ঘড়ি, ৫টি মোবাইল ফোন, ষ্টীলের রামদা ৩টি, সুইজগিয়ার চাকু ২টি, ৭টি অটোরিক্সা উদ্ধার, ৫০ ব্যাগ করল্লার বীজ উদ্ধার, ১৮টি পাসপোর্ট উদ্ধার, ১টি স্টীরের সামুরাই, ১টি স্টীলের চাকু, ১টি স্টীলের সুইজ গিয়ার চাকু, ১টি রামদা, ৯টি কাতরা উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার ৪৫টি। হারানো মোবাইল উদ্ধার করে দেয়ায় প্রশংসা কুড়ায় ওসি। কোতোয়ালী মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ওসি শাহ্ কামাল আকন্দ যোগদানের পর থেকে কোতোয়ালী থানা পুলিশ এর মধ্যে বিশাল সৌহার্র্ধ আচারণ ফিরে এসেছে। থানায় জিডি করতে এখন হয়রানি স্বীকার হতে হয়না ও টাকা ছাড়া জিডি ও মামলা লিপিবদ্ধ করা যায়। দালাল ছাড়া প্রকৃৃত ঘটনায় মামলা রুজু হয়। ময়মনসিংহ শহরে ছিনতাই হ্রাস পেয়েছে। হোস্টেলে ছাত্রদের সাথে ওসি সাথে মতবিনিময়ে হোস্টেলে এখন চাঁদাবাজি সন্ত্রাসী কোন ঘটনা বহুলাংশে কমেছে। উপজেলার আ’লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ ও গণ্যমান্যরা বলেন, ওসি শাহ কামাল আকন্দ যোগদানের পর থেকে ময়মনসিংহ নগরীসহ সদর উপজেলায় আইনশৃঙ্খলা, মাদক, চুরি-ডাকাতি বন্ধ হয়েছে। উনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কারণে এখন মাদক অনেকটাই নির্মুলের পথে। তার সফলতা কামনা করেছেন অনেকে।