ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে জুয়ার আসরে হানা দিয়ে তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। জেলার কোতোয়ালী মডেল থানা এলাকার পরানগঞ্জ ইউনিয়নের চরহাশা দিয়া নদীরপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন কোতোয়ালি মডেল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পরানগঞ্জ ইউনিয়নের চরহাশা দিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদীর ধারে নির্জন এলাকায় তাঁবু টানিয়ে জুয়ার আসরের আয়োজন করে। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ অতর্কিতে হানা দেয় আসরে। পুলিশের উপস্থিতি টের পেয়ে যে যার মতো ব্রহ্মপুত্র নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। এসময় জুয়ার আসরের বিভিন্ন প্রকার সরঞ্জামাদী পুড়িয়ে দেয় পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে বেশ কিছু জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।