মেয়র আনিছের নির্দেশনায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান

শফিউল আজম বিপুঃ ত্রিশালে দিনকে দিন বেড়েই চলেছে  করোনার সংক্রামন।তার সাথে বাড়ছে মৃতের সংখ্যা । আর এভাবেই বাড়তে থাকলে মৃত্যুপূরীতে পরিণত হবে। এ পরিস্থিতিতে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  মেয়র আনিছের নির্দেশনায় মাঠ পর্যায়ে প্যানেল মেয়র বিপ্লব ও প্যানেল মেয়র মানিকের নেতৃত্বে পৌর কাউন্সিলরগণ ঝাপিয়ে পড়েছেন।

করোনার প্রথম ধাপে পৌরসভার মেয়র হিসাবে আনিছুজ্জামান সরকারি ও নিজ অর্থায়নে ত্রাণসামগ্রী বিতরণ করেন। সচেতনতার জন্য রাস্তায় রাস্তায় পৌরবাসীকে মাক্স সেনিটাইজার সহ নানা উদ্দ্যগ গহণ করেন।

কিন্তু করোনার এ ধাপে মানুষের অসচেতনতা বৃদ্ধি ফলে অনেকটাই হিমশিম খাচ্ছে ত্রিশাল প্রশাসন।  লকডাউনের মধ্যেও জেল জরিমানার শিকার হচ্ছে জনগণ।

আসুন সচেতন হয়ে নিজে ভাল থাকি আর স্বজনদেরও ভাল রাখি।