ভালুকায় দূর্বৃত্তরা কারখানা মালিকের দুই পা কেটে নিলো

ভালুকায় দূর্বৃত্তরা কারখানার মালিকের দুই পা কেটে নিলো

 স্টাফ রিপোর্টারঃঃ ময়মনসিংহের ভালুকায় আটি-কম্পোজিট নামে এক কারখানার মালিকের দুই পা কেটে নিয়েছে সন্ত্রাসীরা। জমি সংকান্ত বিরোধের জেরে স্থানীয় জসিম উদ্দিন নামে এক সন্ত্রাসী এ ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,উপজেলায় কাঠালী গ্রামের খাল দখল ও বাড়িতে হামলার ঘটনায় বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে আরটি কম্পোজিট ডাইং কারখানার মালিক শিল্পপতি আব্দুর রাজ্জাক (৬৫) দুই পা তার কেটে ফেলেছে স্থানীয় জসিম উদ্দিন। এ ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছে। আটককৃতরা হলেন,ধামশুর গ্রামের হামিদ মুন্সীর ছেলে রফিকুল ইসলাম,আবুল পাঠানের ছেলে রুহুল আমীন ও জসিম উদ্দিনের বোন শিরীন আক্তার। কাঠালী গ্রামের মল্লিকবাড়ি মৌজার ডুবাজান খালের খাস জমি নিয়ে স্থানীয় জসীম উদ্দিন গংদের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে আরটি কম্পোজিট মালিক আব্দুর রাজ্জাকের।

আব্দুল রাজ্জাক দাবী করতেন জসিম ডুবাজন খালের উপর বাড়ি বানিয়েছে। জসিমের দাবী আব্দুর রাজ্জাক সরকারী খাল মাটি ভরাট করে কারখানা স্থাপন ও সীমান প্রাচীর নির্মাণ করছেন। আব্দুর রাজ্জাকের অবস্থা আশঙ্কা জনক। তিনি বর্তমানে ঢাকা ম্যাক্স জেনারেল হাসপাতালে চিকিৎধীন রয়েছে। ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। বাকী আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।