নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৭নং হরিরামপুর ইউনিয়নে অতি দরিদ্রদের মাঝে ভিজিএফ বিতরনের চাল উদ্ধার করা হয়েছে পরিষদের দুইশত গজ দুরে একটি ঘরে মজুদরত অবস্থায় প্রায় ৫মেঃটন। গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ অাল জাকির চালগুলো উদ্ধার করেছেন। পরে উদ্ধার করা চাল দায়িত্ব প্রাপ্ত ট্যাক অফিসার জহিরুল ইসলামকে উপজেলা অফিসে ফেরত আনার নির্দেশ দেন।
শতাধিক এলাকাবাসির অভিযোগ, এই চালগুলো চেয়ারম্যান তার নিজস্ব লোকদিয়ে উত্তোলন করে মজুদ করেছেন রাতের অন্ধকারে বিক্রি করার জন্য।এলাকাবাসি আরো অভিযোগ করেন যে, প্রতি বছর চেয়ারম্যান আবু সাঈদ গরীবের চাল নিয়ে চালবাজি করেছেন। গত রমজান ঈদে ইউনিয়ন পরিষদে চাল আটক হওয়ার পর তা সিলগালা করা হয়েছিল। স্থানীয় লোকদের দাবি, প্রতি ওয়ার্ডের ভিজিএফ কার্ডের সুবিধাভোগীদের নামের তালিকা দেখে যাচাই করা হলে নামের পাশা-পাশি তারা চাউল পেয়েছে কিনা? তার তদন্তের জোর দাবি জানান। এই বিষয়ে চেয়ারম্যানের সাথে কথা বলতে চাইলে, তিনি কিছু বলতে নারাজ।