ত্রিশাল প্রতিদিন ডেক্সঃঃ ৩০ জানুয়ারি (২০২১) ইং তারিখে অনুষ্ঠিত হবে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচন।সকল দলমত নির্বিশেষে নগর উন্নয়নের যাত্রাকে অব্যহত রাখতে মরিয়া সকল রাজনৈতিক দল সহ স্বতন্ত্র প্রার্থীরা। তারই কার্যক্রম অনুসারে ত্রিশালে উৎসব মুখর পরিবেশে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন পৌরসভা নির্বাচনে অংশগ্রহন কারী প্রার্থীগণ।
ত্রিশাল পৌরসভা নির্বাচন উপলক্ষে (মনোনয়ন জমার শেষ দিন) সর্বমোট ৫৪ (চোয়ান্ন) জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন, তার মধ্যে মেয়র প্রার্থী ৫ (পাঁচ) জন, সাধারন আসনের কাউন্সিলর প্রার্থী ৩৮ (আটত্রিশ) জন এবং(সংরক্ষিত আসনে) মহিলা কাউন্সিলর প্রার্থী ১১ (এগার) জন ।
- মেয়র প্রার্থী ৫ (পাঁচ) জন হলেন- আওয়ামীলীগের ( নৌকা ) মনোনিত নবী নেওয়াজ সরকার, (বিএনপি) মনোনিত রুবায়েত হোসেন শামীম,বর্তমান মেয়র এবিএম আনিসুজ্জামান (স্বতন্ত্র) , এম.এ.এ.এস আলম বাবলু (স্বতন্ত্র) , বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনিত মো. আবুল হাসান । তার মধ্যে (স্বতন্ত্র) প্রার্থী এম.এ.এ.এস আলম বাবলু (৩রা জানুয়ারি) ইন্তেকাল করেন।
- কাউন্সিলর প্রার্থী ৩৮ (আটত্রিশ) জন হলেন-
- ১নংওয়ার্ড থেকে মোঃ ওসমান গণি, মোঃ ওয়ায়েজ উদ্দিন, রেজাউল করিম, মোঃ জুরান মিয়া।
- ২নংওয়ার্ড থেকে নূর মোহাম্মদ, শংকর রায়, মোঃ শহিদ মিয়া, মোঃ রাশিদুল হাসান, জমিরুল ইসলাম হাসিম।
- ৩নংওয়ার্ড থেকে মোঃ আবু বকর ছিদ্দিক ( শাহজাহান) , মোঃ নজরুল ইসলাম, মোঃ শাহীন মিয়া, মোঃ শাখওয়াত হোসেন।
- ৪নংওয়ার্ড থেকে মোঃ আজহারুল ইসলাম, মোঃ আশিকুর রহমান (আশিক)।
- ৫নংওয়ার্ড থেকে মোঃ রুহুল আমীন, মোঃ মেহেদী হাসান নাসিম, মোঃ ছাইফুল ইসলাম।
- ৬নংওয়ার্ড থেকে আওলাদুল ফরহাদ,মোঃ ফজলুল হক,মোঃআছাদুল হক,মোঃআব্দুল বাতেন আব্দুল মোতালেব,মোঃদুলাল মন্ডল (দুলু), মোঃ নুরুল ইসলাম(সরকার),মোঃআলমগীর কবির।
- ৭নং ওয়ার্ড থেকে মোঃ মানিক সাইফুল, মোঃ ফরহাদ হোসেন, মোঃ আবুল খায়ের, মোঃআবদুল্লাহ আল ফুয়াদ তরফদার।
- ৮নং ওয়ার্ড থেকে মোঃ নুরুল হুদা, মোহাম্মদ জসিম উদ্দিন, আব্দুল্লাহ-আল-হোসাইন, তারিফুল আলম, মোঃ খালেদ মাহমুদ।
- ৯নং ওয়ার্ড থেকে মোহাম্মদ জহিরুল হক, মোঃ আনিছুজ্জামান, মোঃগোলাম কিবরিয়া ।
- মহিলা কাউন্সিলর প্রার্থী ১১ (এগার) জন হলেন-
- ১, ২ , ৩নং ওয়ার্ড থেকে শামছুন নাহার ও মোছাঃ ফাতেমা আক্তার।
- ৪, ৫ , ৬নং ওয়ার্ড থেকে জায়েদা খাতুন, মোছাঃ হনোফা খাতুন, মোছাঃ নাছিমা পারভীন, মোছাঃ শাহানাজ পারভীন, জাহানারা বেগম।
- ৭, ৮ , ৯নং ওয়ার্ড থেকে তাছলিমা আক্তার, রোকিয়া পাঠান, নাছিমা, মোসাঃ বিউটি আক্তার (রানু) ।
প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ (১০ই জানুয়ারি) এবং প্রতীক বরাদ্দের তারিখ (১১ জানুয়ারি)।