ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২০,০০০ হাজার

প্রতিকি ছবি

এস.এম.জামাল উদ্দিন শামীম,ময়মনসিংহঃ ময়মনসিংহের ত্রিশালে “ভ্রাম্যমাণ আদাল”তে সরকারি নির্দেশনা অমান্য করায় দুই ব্যাবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৩ ই ডিসেম্বর) ত্রিশাল উপজেলাধীন অবস্থিত “সিপি কোঃ বিডি লিলিটেড” এর মাংস প্রক্রিয়াজাত কারখানা ও “মিনার পোল্ট্রি ফিড লিঃ” এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ও পশু খাদ্য আইন/২০১০ এর “প্রানিসম্পদ অধিদপ্তরে”র নিবন্ধন না থাকায় উভয় কোম্পানিকে ১০,০০০ টাকা করে জরিমানা করা হয় এবং তাদেরকে দ্রুত নিবন্ধনের জন্য নির্দেশ প্রদান করা হয়।

“ভ্রাম্যমান আদালত” পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)”তরিকুল ইসলাম তুষার”। সাথে ছিলেন “উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা “ডাঃমোহাম্মদ হারুন-অর-রশিদ “ও “ত্রিশাল থানা” পুলিশ।

“সহকারি কমিশনার “(ভূমি)”তরিকুল ইসলাম তুষার” বলেন, আসুন আমরা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, আইন মেনে ব্যবসা করি।