প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি,প্রতিবাদে ত্রিশালে বিক্ষোভ ও সমাবেশ

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ত্রিশাল  উপজেলা  শাখার নেতাকর্মীরা।

শনিবার(৪জুন) বিকাল ৪টায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ  বাংলাদেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানবতার ফেরিওয়ালা বাবু নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনা মোতাবেক  উপজেলা  স্বেচ্ছাসেবক সভাপতি সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল নয়ন ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাকসুদ খান এর নেতৃৃত্বে  দলীয় কার্যালয় চত্বর থেকে  বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  বাসস্টেন্ড চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়নের  সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাকসুদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন   নেতৃবৃন্দ।

সভাপতির সমাপনী বক্তব্য ইব্রাহিম খলিল নয়ন  বলেন, বিএনপি ও স্বাধীনতা বিরোধী জামায়াত সন্ত্রাসের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র এখনো বাংলার জনগণ ভুলেনি। আর দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে গেছে, তখন বিএনপি জামায়াতের কুশিলবরা তা মেনে নিতে পারছে না।

তারা আরও বলেন, পদ্মা সেতু নির্মাণ সম্পন্নসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের পথে। তাদের এসব দেখে গাত্রদাহের সৃষ্টি হয়েছে। তাই বিএনপি-জামায়াত জোট বিশৃঙ্খলা সৃষ্টি করে উন্নয়নশীল দেশকে পেছনে নিয়ে যাবার ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তাদেরকে ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন- হুমকিদাতারা গ্রেফতার না হওয়া পর্যন্ত ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল হক, ইলিয়াস আহমেদ,শফিকুল ইসলাম শরিফসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।