বিশেষ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ত্রিশালে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভিজিএফ সহায়তা শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সহযোগিতায় অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ২০২০-২০২১ অর্থ বছরে ভিজিএফ কর্মসূচীর আওতায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুঃস্থ,অতিদরিদ্র ব্যক্তি, পরিবারকে বিনামূল্যে সহায়তা এ ভিজিএফ কার্ড প্রদান করা হয়।
নিমিত্তে ত্রিশাল উপজেলায় ৭০,০৫৯টি কার্ডধারীদের মধ্যে ৪৫০/- টাকা হারে তিন কোটি পনের লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা বিতরণ করা হবে।
ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নে বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইনুদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, আমিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ভুট্রো প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, এ কর্মসূচীর আওতায় উপজেলার
- ধানীখোলা ইউনিয়নে ৭৮৯০ জন
- বৈলর ইউনিয়নে ৬১৩১ জন
- কাঠাঁল ইউনিয়নে ৫১৭০ জন
- কানিহারী ইউনিয়নে ৭১২৪ জন
- রামপুর ইউনিয়নে৫১০০ জন
- ত্রিশাল ইউনিয়নে ৬৪৫১ জন
- হরিরামপুর ইউনিয়নে ৪৯৭৪ জন
- সাখুয়া ইউনিয়নে ৪১৫৬ জন
- বালিপাড়া ইউনিয়নে ৭৩৩৫ জন
- মঠবাড়ী ইউনিয়নে ৬৬৩৮ জন
- মোক্ষপুর ইউনিয়নে ৫৩৮০ জন
- আমিরাবাড়ী ইউনিয়নে ৪১১০ জন সুবিধাভোগীকে এ সহয়তা প্রদান করা হবে। প্রতিটি ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসারের উপস্থিতিতে এ নগত সহয়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।