ময়মনসিংহে পর্ণোগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গ্রফতার০৪

আনোয়ার সাদতঃ পর্ণোগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ০৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।  ময়মনসিংহের সদর উপজেলার চুরখাই বাজার থেকে এদের গ্রফতার করা হয়।

গত (০৪এপ্রিল) মেজর আখের মুহাম্মদ জয় ও এএসপি বেলায়েত হোসাইনের নেতৃত্বে  ময়মনসিংহ   র‌্যাব-১৪ এর একটি বিশেষ আভিযানে ময়মনসিংহ জেলার চুরখাই বাজারস্থ তৈয়ব মার্কেট এবং মফিজ মার্কেটে অবস্থিত “সুজন কম্পিউটার”, “আনোয়ার কম্পিউটার” ও “বাদশা কম্পিউটার” নামক দোকান থেকে পর্ণোগ্রফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে।

আটককৃত হলোঃ-

  • ১। মোঃ সুজন (২৩), পিতা- মোঃ ইউসুফ আলী।
  • ২। মোঃ আনোয়ার হোসেন (২৬), পিতা- মোঃ গফুর মিয়া।
  • ৩। মোঃ হৃদয় (২১), পিতা- মৃত সাহেব আলী।
  • ৪। মোঃ বাদশা মিয়া (২৪), পিতা- মোঃ জামাল উদ্দিন, সর্ব সাং- চুরখাই, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

  আটকের সময়  তাদের হেফাজত হতে পর্ণোগ্রাফি ব্যবসার কাজে ব্যবহৃত ০৩ টি ডেস্কটপ কম্পিউটার, ০৫ টি স্পিকার, ০৬ টি কার্ড রিডার ও অন্যান্য ইলেক্ট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘদিন যাবত তারা  বিভিন্ন্ প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও উৎপাদন করে কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে ও পর্ণোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, সরবরাহ এবং প্রকাশ্যে প্রদর্শন করে আসছিল।

র‌্যাব-১৪ জানায়,  এই সমস্ত গণ-উপদ্রব সৃষ্টিকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।