ত্রিশালে নিম্নমানের উপকরনে তৈরি হতে চলা রাস্তার কাজ বন্ধ করলেন ইউএনও

জোবায়ের হোসেনঃঃ নিম্নমানের ইটের খোয়া, বালি এবং কাজের মান নিম্নমানের হওয়ায় সড়ক নির্মাণ কাজ বন্ধ করেছেন ময়মনসিংহের ত্রিশাল ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির। বর্তমানে ওই নির্মাণাধীন সড়কের কাজটি বন্ধ রাখা হয়েছে।

উপজেলার মঠবাড়ী ইউপি ত্রিশাল-পোড়াবাড়ী ভায়া অলহরী খারহর সড়কটি ২০১৮-১৯ অর্থ বছরে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে সম্প্রতি এক কিলোমিটার সড়ক কার্পেটিংয়ের কাজ শুরু হয়। যা শেষ হওয়ার কথা রয়েছে আগামী মাসে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের বাস্তবায়নে এ সড়ক নির্মাণের কাজ করছে ময়মনসিংহের নওয়াব এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

মঙ্গলবার সড়ক নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শনে যান ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির। এসময় সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত নিম্নমানের বিভিন্ন মালামাল দেখে অসন্তুষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিক কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। সড়কটিতে নিম্নমাণের ইটের খোয়া, বালিসহ বিভিন্ন প্রকার মালামাল দিয়ে কাজ চলছিল। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহেদ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন সরকার প্রমুখ।

ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির জানান, সড়কটির কাজ পরিদর্শনকালে ইটের খোয়া, বালি এবং কাজের মান নিম্নমানের হওয়ায় কাজটি বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে ভালোমানের মালামাল এনে উপজেলা প্রশাসনকে অবহিত করে কাজ শুরু করার নির্দেশ দেয়া হয়েছে।