ফকরুদ্দীন আহমেদ, স্টাফ রিপোর্টারঃ ত্রিশালে ১২টি দ্বিতল বিআরটিসি বাস উদ্বোধন করলেন জাতীয় সংসদ সদস্য, ধর্মবিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
শুক্রবার (০৬সেপ্টেম্বর ১৯) ইং তারিখের বিকালে ত্রিশাল নজরুল মিউজিয়ামের সামনে আলোচনা সভার মধ্য দিয়ে (BRTC) বাস সার্ভিস এর শুভ উদ্বোধন করা হয়।
পৌরসভার প্যানেল মেয়র আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থাত ছিলেন, সংসদ সদস্য রুহুল আমিন মাদানী (এমপি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকির, অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সাবেক সাধারণ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগ নেতা মোকছেদুল আমিন মৃধা ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিঅারটিসি বাস সার্ভিস’র ময়মনসিংহ জেলার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা।
এ সময় বিভিন্ন বক্তার আলোচনায় জানা যায়, ১২টি দ্বিতল বিআরটিসি বাস ত্রিশাল টু ময়মনসিংহ শহর পর্যন্ত যাত্রীদের পরিবহন সার্ভিস সেবা দিবে।
অল্প কিছুদিন আগে মুক্তাগাছা টু ময়মনসিংহ রোডে বিআরটিসি বাস চালো হলে, ত্রিশালের মানুষের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক সাড়া পরে। বর্তমান সংসদ রুহুল আমিন মাদানীর কাছে সবার আশা ব্যক্ত করে যেন মুক্তাগাছার মত ত্রিশালে বিআরটিসি বাস সার্ভিস চালু হয়। ত্রিশালবাসীর দাবী পূরণে সর্বদাই প্রস্তুত থাকেন এই সংসদ সদস্য।
ত্রিশাল বাসষ্ট্যান্ড থেকে ময়মনসিংহ শহরে যেতে অতিরিক্ত ভাড়ার বাস এবং ঢাকা থেকে আসা দূরপাল্লার বাস দিয়ে দাড়িয়ে যাতায়াত করতো যাত্রীরা। ফলে গাদাগাদির মধ্যে ভোগান্তিতে চলতে হতো। যাত্রীদের জন্য ছিলোনা বিন্দুমাত্র কোন সুযোগ সুবিধা, উল্টো দিতে হতো অতিরিক্ত ভাড়া। এই রোডে আজ থেকে বিআরটিসি বাস সার্ভিস চালুর শুভ উদ্বোধন হওয়াতে এর সুফল ভোগ করবেন ত্রিশাল- ময়মনসিংহ বিভাগীয় শহরে যাওয়া আসার সকল যাত্রীরা।