ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ত্রিশালে ছাত্র কল্যাণ স্ট্রাস্ট-২০১৯ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সরকারি নজরুল একাডেমী স্কুলে সফল ভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্লে-হতে দশম শ্রণী পর্যন্ত ১১০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন।
সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয় এই পরিক্ষা। শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে অভিভাবকদের উপস্থিতি ছিল অন্যান্য বোর্ড পরীক্ষার মতই । ত্রিশাল থানা পুলিশের সার্বিক নিরাপত্তায় পরীক্ষা পরিদর্শনে ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির।
ট্রাষ্ট সভাপতি জয়নাল আবদীন ত্রিশাল প্রতিদিনকে বলেন, প্রতিবছর এই ছাত্র কল্যাণ ট্রাষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে মেধাবী ছাত্র/ছাত্রীদের গ্রেট অনুযায়ী মেধা যাচাই করে নগদ অর্থ সহযোগীতা করে থাকে। এবছরও প্রায় ৪শত শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে।