ত্রিশালের দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে বাসের ধাক্কায় নিহত ৫ আহত ২৫

মোঃ আসাদুল ইসলাম মিন্টুঃ ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে বাসের ধাক্কায় ৫ জন নিহত, আহত হয়েছেন ২৫জন।তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিম সারোয়ার জানান,মহাসড়কে সিমেন্ট ভর্তি ট্রাকের বাম পাশের দুটি চাকা পাম-চার হয়ে যায়। ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-৩৩২৬) মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ঈমাম (ঢাকা মেট্রো-ব ১৩-০৩৫৪) পরিবহনের হালুয়াঘাটগামী একটি বাস ধাক্কা দেয়।

ময়মনসিংহের ত্রিশালের বৈলর এলাকায় শনিবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে বাসচালক আছেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত দুই জনের পরিচয় পাওয়া গেছে। তাহারা হলেন শহিদুল ইসলাম পিতা মৃত হাসমত আলী গ্রাম কালির বাজার সংলগ্ন বানিয়া ধলা,ত্রিশাল,ময়মনসিংহ, অপর জন গাজীপুরের দাঁর্ড গার্মেন্টস এ কর্মরত ছিলেন ময়মনসিংহ সদরের ঘাগরার পাড়াইল গ্রামের কামাল উদ্দীন।